বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শিষ্টাচার বিবর্জিত তৎপরতার নিন্দা ‘কুরআন পাঠ আন্দোলন’র
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৪, ৬:৩৬:৩১ অপরাহ্ন
বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লংঘন করে পরিচালিত ভারতের শিষ্টাচার বিবর্জিত যাবতীয় তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে ‘কুরআন পাঠ আন্দোলন’।
‘কুরআন পাঠ আন্দোলন’ নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, প্রতিবেশি সকল রাষ্ট্রের বিরুদ্ধে বৈরি নীতি পরিহার করে সম্পর্কের উন্নয়নে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিকল্পে এবং পারস্পরিক সমৃদ্ধি আনয়নে ভারত টেকসই কূটনীতি অনুশীলন করুক এমনটি আমরা প্রত্যাশা করি। সেইসাথে ১৯৭১ সালে জন্মলগ্ন থেকে এ যাবতকাল পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার বিবর্জিত ভারতের যাবতীয় তৎপরতার তীব্র নিন্দা জানান তারা।
তারা বলেন, প্রতিবেশি হিসেবে ভারত বারবার বাংলাদেশের সাথে সকল স্বীকৃত বৈশ্বিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও তথ্যসন্ত্রাস করছে-যা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। দিল্লী ঢাকার সাথে যে বালখিল্য খেলা খেলছে তা শেষবিচারে তাদের বিপক্ষেই যাবে এবং দীর্ঘমেয়াদে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা ভারতকে এই সংস্কৃতি থেকে নিবৃত্ত হওয়ার এবং সুপ্রতিবেশিমূলক বন্ধুরাষ্ট্র হওয়ার আহবান জানান। একইসাথে স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনা অক্ষুন্ন রাখতে বাংলাদেশের সরকার ও জনগণকে সর্বদা সতর্ক থাকতে এবং সর্বক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালনে উদাত্ত আহবান জানান তারা।
বিদ্যমান অস্বাভাবিক ঘোলাটে পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ও ভারত সরকারের কাছে সুনির্দিষ্ট কয়েকটি দাবী জানান সংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি