জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গত ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলন এবং ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে সেই চেতনা সমুন্নত রেখে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন। তিনি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য উপজেলার সাংবাদিকদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি এবং সমস্যা তুলে ধরেন।