বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার ক্ষুন্ন হয় : বিচারপতি খিজির আহমেদ
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৮:২২:০৬ অপরাহ্ন
সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার ক্ষুন্ন হয়। এ দেশ থেকে এটি দূর করতে হলে সবাই মিলে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতি বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বার এসোসিয়েশন। তার একটি অতীত ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য এবং সুনাম অক্ষুন্ন রাখার দায়িত্ব আইনজীবী সমিতির সদস্যদের। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার এবং বার ও বেঞ্চের সুসম্পর্ক সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বিচারপতি আরোও বলেন, দক্ষ আইনজীবী হতে হলে আইন বিষয়ে চর্চা করে সঠিক জ্ঞান অর্জন করতে হয়।
তিনি রোববার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেটের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ১ মোঃ সালেহ আহমদ (হীরা) এডভোকেট, যুগ্ম সম্পাদক ২ মাছুম আহমদ এডভোকেট অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক মোঃ বদরুল আলম শিপন এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট।
অনুষ্ঠানে এইচএসসি.-২০২৩, এসএসসি. ও এইচএসসি ২০২৪ সনের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সমিতির সদস্যদের ৭৬ জন মেধাবী সন্তানকে এককালিন বৃত্তি ও সনদ প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেট। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সরকারি কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পাবলিক প্রসিকিউটর মোঃ আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, মহানগর পি.পি. বদরুল আহমদ চৌধুরী এডভোকেট ও সিলেট ল’ কলেজের গভর্ণিং কমিটির সভাপতি এমরান আহমদ চৌধুরী এডভোকেট। বিজ্ঞপ্তি