কোন ধরণের উস্কানীতে জনগণ পা দেবে না : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৮:২৭:২৭ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই বিপ্লব ও গণ-অভ্যুত্থানকে নস্যাত করতে সুদুরপ্রসারি ষড়যন্ত্র চলছে। পতিত ফ্যাসিস্ট ছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা দেশগঠনে আজ ঐক্যবদ্ধ। প্রতিবেশী দেশের কতিপয় মিডিয়া ও উগ্রবাদী সংগঠনের নেতা উস্কানী দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। কিন্ত কোন ধরণের উস্কানীতে জনগণ পা দিবেনা। বরং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরপরও ফ্যাসিবাদের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বতীকালিন সরকারকে দ্রুত প্রস্তুতি নিতে হবে। তিনি বুধবার রাতে সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী প্রমূখ। সমাবেশে সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য এবং থানা আমীর-সেক্রেটারীগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।