সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডিআইজি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৮:৩৬:১৮ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা: সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান বলেছেন, যারা সম্প্রীতি বিনষ্ট করে, সংঘাতে উস্কানি দেয়, মানুষের মধ্যে বিভেদ-বিশৃংখলা সৃষ্টি করে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি বুধবার দোয়ারাবাজারে সংঘটিত কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে সৃষ্ট সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী শাখার মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানী, উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্টার আব্দুল মানিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বারী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আলতাফুর রহমান খসরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. হারিছ মিয়া, মাওলানা সিদ্দিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ, জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য দিলোয়ার হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম্বার, উপজেলা জামায়াত নেতা মাওলানা আমজাদ হোসেন ও আব্দুল আউয়াল প্রমুখ।