চোরাই চিনি-সুপারিসহ আ ট ক ২
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৯:১৪:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শহরতলীর শাহপরাণ থানাধীন বটেশ্বর থেকে ভারতীয় চোরাই চিনি, সুপারিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলের সামনে অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ১৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার একটি ডিআই পিকআপে অবৈধ ৫৩ বস্তায় ভারতীয় চিনি ও ২ বস্তায় ভারতীয় সুপারি পাওয়া যায়। এসময় এতে জড়িত ২ জনকে আটক করে তারা। এছাড়া চোরাচালানে ব্যবহার করা একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে মো. বদিউজ্জামান (৩১) ও গোয়াইনঘাট থানার মৃত ময়না মিয়া ছেলে বদরুল আলম (৩৪)। এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের উপর মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।