সাবেক এসপি বাবুল পৌনে ৪ বছর পর কারামুক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৯:১২:৪৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রায় পৌনে ৪ বছর পর কারামুক্ত হলেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গাড়িতে করে বের হলেও গণমাধ্যমকর্মীসহ উপস্থিত কারও সঙ্গে কথা বলেননি তিনি। তবে মুক্তির সময় কারাগারে বাবুলের বর্তমান স্ত্রী ইসরাত জাহান মুক্তা ও স্বজনরা হাজির হন। তারাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এর আগে, স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে রায় দেন চেম্বার আদালত। তার আগে, প্রায় তিন বছর সাত মাস কারাগারে থাকার পর গত বুধবার হাইকোর্ট থেকে জামিন পান সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। পরে তার জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন সাবেক এসপি বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট বিচারক তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।