দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকা শাসন করেছে আওয়ামী লীগ : হাসনাত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৯:১৭:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘আওয়ামী সরকার বছরের পর বছর আমাদের শাসন এবং শোষণ করেছে। তারা দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। এখন তাদের কোনো ষড়যন্ত্রকেই সফল হতে দেওয়া যাবে না। কেননা এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা অস্বীকার করছি না যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রিন্সিপালগত মতপার্থক্য নেই। বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মতপার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। আর এটাই হচ্ছে গণতান্তিকগত সৌন্দর্য। কিন্তু বাংলাদেশের মধ্যে অখ-তা, স্বার্বোভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসব প্রশ্নে আমরা ইস্পাত সমান আমাদের এক্য বজায় থাকবে।’
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের কোনো ধর্মীয় কারণে সম্পর্কের অবনতি হয়নি। তাই যদি হতো তাহলে নেপাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ হলেও তাদের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক হতো না। আমাদের মধ্যে যত সময় ঐক্য আছে। তত সময় আমাদের মধ্যে কেউ বিভেদ তৈরি করতে পারবে না। আমাদের সামনের রাস্তা অতিক্রম করতে হলে ঐক্য রাখতে হবে।’অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘এই জাতি যত দিন টিকে থাকবে, তত দিন জুলাই অভ্যুত্থানের কথা স্মরণীয় হয়ে থাকবে। এই বিজয় যেন চিরঞ্জীব থাকে, সেই দোয়া আল্লাহ তায়ালার কাছে করছি।’
জুলাই অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ‘আমরা তাদের সবার আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।আমি নিজেও আজকে শহীদদের ত্যাগের বিনিময়ে এখানে আসতে পেরেছি। খুব আশা ছিল স্বৈরাচারের পতন কিভাবে হয়, আর তাদের পরিণতি কী ধরনের হয়, তা দেখার। আল্লাহ আমাকে তা দেখার সুযোগ করে দিয়েছেন।’ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শরমীন, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রইছ উদদীন, ইতিহাস বিভাগের শিক্ষক ড. বেলাল হোসেন ও শহীদ সাজিদের বোন ফারজানা হক।