দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ৯:৩১:১৩ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : দক্ষিণ কোরিয়াতে সামরিক শাসন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। প্রায় ৫০ বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক এ দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা এটিই প্রথম।মঙ্গলবার শেষ রাতে আকস্মিকভাবে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট। তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এ পদক্ষেপ নেয়া জরুরি ছিল।
প্রেসিডেন্ট ইউন বলেন, দেশ থেকে উত্তর কোরিপন্থী বাহিনী অপসারণ এবং উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সামরিক আইন জারি করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ ছিল না বলে জানান প্রেসিডেন্ট। তবে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টি সুষ্পষ্টভাবে কিছু বলেননি তিনি। এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সংসদের সকল কার্যক্রম স্থগিত করেছে সামরিক বাহিনী।
২০২২ সালে পিপল পাওয়ার পার্টির নেতা প্রেসিডেন্ট ইউন তার নিকটতম প্রতিদ্বন্দী লি জ্যা মিয়াংকে মাত্র দশমিক সাত শতাংশ পয়েন্টে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে যে রাষ্ট্রপতি ইউন সুক ইওল কর্তৃক প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে সামরিক আইন বহাল থাকবে, এমন তথ্য জানিয়েছে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম। যদিও দেশটির সংসদ রাষ্ট্রপতির সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট দিয়েছে।