কবি সালেহ আহমদ খসরু যমুনা অয়েলের ডাইরেক্টর মনোনীত
প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু বাংলাদেশ সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানী লিমিটেড (জেওসিএল)-এর স্বাধীন ডাইরেক্টর মনোনীত হয়েছেন। বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মারক নং-২৪ তারিখ ২৬/১১/২০২৪ অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
সালেহ আহমদ খসরু বিয়ানিবাজার উপজেলার আলীনগর নিবাসী সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম মজির উদ্দিন আহমদ চৌধুরী ও শামসি খানম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র। সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকালে পুলিশের গুলিতে আহত হন। তিনি দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান মুসলিম সাহিত্য সংসদের অন্যতম পৃষ্ঠপোষক সদস্য ও রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায় নিবেদিত। তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন। ইতোমধ্যে তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে-ফুটেছে সন্ধ্যামালতী (কাব্যগ্রন্থ), বীর বিক্রমের সাথে এক দুপুর থেকে আরেক দুপুর (বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সিলেটে পরিচালিত যুদ্ধকথা), মাধবীলতার সংসার (কাব্যগ্রন্থ), অনলে তুষার (কলাম)। ব্যক্তিগত জীবনে তিনি কন্যা নুসরাত আহমদ নিশি, কন্যা তাসনিয়া আহমদ লিলি ও পুত্র আরমান আহমদ আফ্রিদির জনক এবং তার স্ত্রী রোমানা আহমদ।
তিনি দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।