বিজয়ের এই প্রদীপ্ত মাস
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৬:৫২:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধে একাত্তরের রণাঙ্গনের অবস্থা আরও উত্তপ্ত হয়ে ওঠে ৬ ডিসেম্বর। মিত্রবাহিনীর আক্রমণে দিশেহারা হানাদার বাহিনী সূর্য ওঠার আগেই বিভিন্ন সীমান্ত ঘাঁটি থেকে পালাতে থাকে। কারণ স্বাধীন বাংলাদেশকে ভারতের স্বীকৃতি মহান মুক্তিযুদ্ধকে নতুন মাত্রা দেয়। তখন থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় শুধুই সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃত দিয়েছিল ভুটানও। প্রকৃতপক্ষে ভারতের স্বীকৃতিরও কয়েক ঘণ্টা আগে তারবার্তার মাধ্যমে ভুটান স্বীকৃত দিয়েছিল বাংলাদেশকে। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ভুটানই কোনো দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত দিয়েছিল বিশ্ববাসীর সামনে। চূড়ান্ত বিজয় অর্জনের মাত্র ১০ দিন পূর্বে এই দিনে- দখলদার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রণাঙ্গণে বিজয় নিশ্চিত করে দেশের ৬ জেলার দুর্বার মুক্তিবাহিনী। বিজয়ের চূড়ান্ত লগ্ন না হলেও ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ছয়টি জেলায় ওড়ানো হয় লাল সবুজের বিজয় নিশান।
একাত্তরের এই দিনে হানাদারমুক্ত হয় ফেনী, হবিগঞ্জ, যশোর, কুড়িগ্রাম, মেহেরপুর জেলা এবং শেরপুরের শ্রীবরদী উপজেলা। চূড়ান্ত বিজয় না হলেও, সেদিন এই জেলাগুলোয় ওড়ানো হয় স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা। রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বিজয়ের নিশান উড়িয়ে উল্লাস করে স্বাধীনতাকামী বাঙালিরা।