জৈন্তায় ভারতীয় মদসহ ট্রাক আটক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৫:০২:০৪ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সম্মুখে চেকপোস্টে গাড়ী তল্লাশিকালে ৬১ বোতল ভারতীয় মদসহ একটি মিনি ট্রাক আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ২৭ বীর ল্যান্স কর্পোরাল মাসুদ এর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্টে ডিউটি চলাকালীন সময়ে মিনি ট্রাককে সন্দেহ হলে গতিরোধ করা হয়। সেনাবাহিনীর সিগন্যাল পাওয়ামাত্র চালক ডিআই ট্রাক রেখে দ্রুত পালিয়ে যায়।
সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মিনি ট্রাক তল্লাসী করে প্লাস্টিকের বস্তার ভিতর হতে সর্বমোট ৬১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই শংকর দেব সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পৌঁছালে ৬১ বোতলসহ মিনি ট্রাকটি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাশার বদরুজ্জামান বলেন, সেনা চেকপোস্টে মদসহ ডিআই ট্রাক আটকের পর পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় তদন্তপূর্বক মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।