কুলাউড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৫:১২:৫৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবস উপলক্ষে বরমচাল মিশনে আলোচনাসভা, গল্প লেখা, দেয়ালিকা প্রদর্শন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বরমচাল কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং প্রগতি-৪০৬ যুব ক্লাবের পরিচালনায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে স্বেচ্ছাসেবকের ভূমিকা প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আপেল মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণের জীবনে ইতিবাচক ফলাফল বয়ে আনতে কৌশল এবং অংশীদারদের স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে তোলার আহবান জানান।
ক্লাবের সভাপতি আলমিনা খংটাংকুটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলিভ সুছিয়াংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লুমডনবক ডেভলপম্যান্ট ফাউন্ডেশনের কনসালটেন্ট ডেন্টিনা মারলিয়া, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক মি. পিউস প.স্না, হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, মিখায়েল নংরুম, টিউটর রিবিকা বেপারী, মুক্তি চিসিম, সৌরভ তপ্ন, রাহেল মুন্ডা, হান্না মুন্ডা, অভিষেক লংড.কিরি, সিএস পি ইমপ্লিম্যান্টর আলমিনা খংটাংকুট, ইউরেকা লাংছিয়াং প্রমুখ। অনুষ্ঠান শেষে ৩ ইভেন্টের বিজয়ীদের এবং যুব ক্লাবের মাধ্যমে স্বেচ্ছামূলক কাজে অবদানকারীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।