ঢাকাদক্ষিণ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের র্যালী
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৬:০৯:৫৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উদযাপন উপলক্ষে ঢাকাদক্ষিণ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১১টায় আনন্দ র্যালীটি ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকাদক্ষিণ সরকারি হাসপাতাল মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় ঢাকাদক্ষিণ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি জাবেদ মাহবুবের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শহিদুর রহমান।
বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল ইসলাম মুন্না, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রউফ, রেজাউল করিম রাজু, দত্তরাইলের মুরব্বি ইউনুস আলী, সমাজকর্মী শাহনুর আহমদ, সমাজকর্মী আজমির হোসেন রাসেল, প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র সদস্য লায়েক আহমেদ, সুমন আহমদ, ঢাকাদক্ষিণ সামাজিক সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাবেদ খান, শহীদ পাপলু স্মৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জাকির আহমদ, সমাজকর্মী আব্দুল্লাহ আল শিমু, কানিশাইল একতা সমাজ কল্যাণ সংস্থার সেলিম আহমদ, দত্তরাইল একতা সমবায় সমিতির নিজাম উদ্দিন বাদশা, নগর ইসলামী কাফেলার আমিনুল ইসলাম, আলোর পথে সামাজিক সংগঠনের রেদোয়ান, পশ্চিম রায়গর সমাজ কল্যাণ সংস্থার মুমিত আহমদ, স্টুডেন্ড সোসাইটির জিসান আহমদ, আল এহসান পরিষদের সাইফুল ইসলাম, সমাজকর্মী বায়জিদ আহমদ নাদির, কানিছ আহমদ, জুবের আহমদ, হিলফুলফুজুল নিশ্চিন্তের কিবরিয়া আহমদ।