জনগণ ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াবে : কয়েছ লোদী
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৬:১৮:৫২ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, বিগত ১৭ বছর একটি তাঁবেদার সরকার বসিয়ে ভারত সরকার বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার প্রয়াস চালিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ কখনো কারও দাসত্ব মেনে নেয়নি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশে যখন ভারতের করদরাজ্য ভেঙে পড়েছে তখন তাদের মাথা নষ্ট হয়েছে। এখন তারা আমাদের হাইকমিশনগুলোতে আক্রমণ করছে। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
বুধবার আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে জাতীয়তবাদী চেতনার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মিছিলটি শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্তর (সাবেক কোর্ট পয়েন্ট) থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। জাতীয়তবাদী চেতনার ব্যবসায়ী কমিটির আহবায়ক হুমায়ুন আহমেদ মাসুকের সভাপতিত্বে ও শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মেহেদী হাসান খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) এবং সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল হাদি পাবেল, মোহাম্মদ সাবুল মিয়া, আহমেদ ফুয়াদ বিন রশিদ, রুপন খান, মোহাম্মদ তুরন মিয়া, আব্দুর রহিম, ফয়জুন নূর ফয়েজ, শিবলুর রহমান শিপু, এমজি সুহিন, মাসুক মিয়া, রফিক মিয়া, তুহিন মিয়া ও সায়মন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি