বড়লেখায় ৩ আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৮:১২:০৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবা-ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দোহালিয়া গ্রামের মৃত আছির আলীর ছেলে আব্দুল জলিল, ভোলারকান্দি গ্রামের মৃত আজির আলীর ছেলে তাজান উদ্দিন ও তার ছেলে ওলীউর রহমান ওরফে কাশিম আলী।
পুলিশ জানিয়েছে, বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সি.আর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল জলিলকে দোহালিয়া থেকে গ্রেফতার করেছে। অন্যদিকে সি.আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাজান উদ্দিন ও তার ছেলে ওলীউর রহমান ওরফে কাশিম আলীকে ভোলারকান্দি থেকে গ্রেফতার করা হয়।
ওসি মো. আবদুল কাইয়ূম বৃহস্পতিবার বিকেলে বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পৃথক সি.আর মামলায় বাবা-ছেলেসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।