আগ্রাসনের প্রতিবাদে জকিগঞ্জে বিএনপির মিছিল
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৮:১৮:৫২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি: ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় উপ হাইকমিশনে হামলা এবং বাংলাদেশী পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ ডাকবাংলো থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় এম.এ.হক চত্ত্বরে এক সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও পৌর কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর শামীম আহমদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাজেদ আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী প্রমূখ।