ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে মানবসেবা সংঘের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৪, ৮:২৪:২৮ অপরাহ্ন
বাংলাদেশের নাগরিক সম্প্রীতি বিনষ্টে ভারতীয় গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মানবসেবা সংঘের উদ্যোগে নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবসেবা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কৃষ্ণ ঘোষ এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক সহ যোগাযোগ বিষয়ক উজ্জল রঞ্জন চন্দ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি ও হিন্দু কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের ট্রাস্টি সুদীপ সেন বাপ্পু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, হিন্দু বৌদ্ধ কর্যাণ ফাউন্ডেশন মহানগর শাখার সভাপতি সুমন চক্রবর্তী, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বস জয়, মানব সেবা সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্ঝর রায়, বাপ্পি বড়ুয়া, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান যুব ফ্রন্টের মহানগর শাখার সাধারন সম্পাদক মুন্না ঘোষ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালগু, সংখ্যাগুরু কোনো হিসেব নয়। এই দেশে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য আমরা ৭১ ও জুলাই আগষ্টের মত আবারও জীবন দিতে প্রস্তুত রয়েছি৷ বিজ্ঞপ্তি