জুড়ীতে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৭:৪৫:৩৭ অপরাহ্ন
জুড়ী থেকে সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ীতে ইনজাদ আলী স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালবাড়ী ইউনিয়নের ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত কিরাত সম্মেলনে দেশি-বিদেশি ক্বারিদের তেলাওয়াত ও দেশের নন্দিত শিল্পীরা নাশিদ পরিবেশন করেন।
কিরাত সম্মেলনে দর্শকদের আকর্ষণে ছিলেন তানজানিয়ার শায়খ ক্বারি ঈদী শাবান। ঈদী শাবানের তেলাওয়াত মুগ্ধ হয়ে শোনেন দর্শকরা। এ ছাড়াও সম্মেলনে তেলাওয়াত করেন মিশরের ক্বারি শায়খ ড. সালাহ মুহাম্মাদ সোলাইমান, ক্বারি শায়খ মুহাম্মদ ছানাদ আব্দুল হামিদ, আফ্রিকার ক্বারি শায়খ আহমেদ হিজা ও বাংলাদেশের ক্বারি শায়খ আব্বাস উদ্দীন।
সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদ বুলবুল, ফয়েজ আহমদ শাহরুখ, আবির হাসান ও সায়নান সায়েম। ক্বিরাত সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূঁইয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম ও বরুনা মাদরাসার নায়েবে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজতের নায়েবে আমির নুরে আলম হামিদী প্রমুখ।