বালাগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৮:২২:৩৩ অপরাহ্ন
‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বালাগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জের ওসমানীগঞ্জ বাজারে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন আহমেদ।
পূর্ব গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখ আব্দুল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি তদন্ত ফয়েজ আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা তারিকুল ইসলাম, প্রিন্সিপাল কাজী লুৎফুর রহমান সিরাজী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকী, উপজেলা জাসাসদের আহবায়ক খলিলুর রহমান নানু, উপজেলা বিএনপির সহ-সভাপতি দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ বকুল, বালাগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জুলেখ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি মির্জা বাছিত, সাংবাদিক শেখ জাহিদ হাসান উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মীম হুসাইন। বিজ্ঞপ্তি