প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৮:২৬:২১ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন (পিকেএফ) এর ১০ বছরে পদার্পন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের সাবিহা এলাকার আলাউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিল ও ওই মাদ্রাসার এতিম শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি আব্দুল হাসিম এর অর্থায়নে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএফ বাংলাদেশ টিমের সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ ও সহসভাপতি আব্দুল হামিদ পারভেজ প্রমুখ।