ড. ইউনূসের সঙ্গে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ-এর সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৮:৩৮:৩৭ অপরাহ্ন
বিশেষ সংবাদদাতা: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ-এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান।
সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া, গ্রিস ও কম্বোডিয়ার প্রতিনিধিরা উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের সদস্যবৃন্দ প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। বৈঠকে প্রবাসী বাংলাদেশীদের ১৭ দফা সমস্যা তুলে ধরেন সংগঠনের মিডিয়া ডাইরেক্টর কে এম আবু তাহের চৌধুরী। তিনি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর, ওসমানী বিমান বন্দরে বিদেশী ফ্লাইট চালু, প্রবাসী বাংলাদেশীদের এনআইডি কার্ড দ্রুত প্রদান, ভূমিখেকোদের খপ্পর থেকে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার নিমিত্তে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, লন্ডন -সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস ও বৈষম্য দূরিকরণ, নো ভিসা ফি হ্রাস, পাওয়ার অব এটর্নি ইস্যুর বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ, প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান, বাংলাদেশী পাসপোর্ট তৈরিতে জটিলতা দূরীকরণ, বাংলাদেশ দূতাবাসগুলোতে সেবার মান উন্নয়ন, নতুন প্রজন্মের জন্য বিশেষ হলিডে প্যাকেজ ঘোষণাসহ অন্যান্য দাবী দাওয়া তুলে ধরেন।
প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডাইরেক্টর লিগ্যাল এফেয়ার্স ব্যারিস্টার নজরুল খসরু, ডাইরেক্টর মিডিয়া এফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী, ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন, ডাইরেক্টর একাডেমিক এফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আবদুল লতিফ জেপি, এক্সিকিউটিভ ডাইরেক্টর শরাফত হোসেন বাবু, এক্সিকিউটিভ ডাইরেক্টর ড: হোমায়ের চৌধুরী, ব্যারিস্টার নজির আহমদ, এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুব আলম শাহ, ব্যারিস্টার আফজাল জামি, ডা: সারওয়াত বারী, নিউরো কনসালটেন্ট ডাক্তার আহসান মহম্মদ হাফিজ, আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জিয়া উদ্দিন, মাওলানা এ কে মওদুদ হাসান, দিলরুবা আজিজ, ইনভেস্টর গুলাম আরহাম, মালয়েশিয়ান দাতো ইঞ্জিনিয়ার একরাম, ডঃ শওকত আলী, কম্বোডিয়ার মোহাম্মদ রকিব হোসেইন, গ্রীসের জাহিদ ইসলাম, মালয়েশিয়ার মাহবুব আলম শাহ, ব্যবসায়ী ও কমিউনিটি সংগঠক আব্দুল বারী, কানাডার মোহাম্মদ শাহেদ খোন্দকার, সাংবাদিক সারোয়ার হোসেন, ব্যবসায়ী আতাহির খান, ইঞ্জিনিয়ার মোঃ ইকরামুল হক, ডঃ সোহেলী ইয়াসমীন, রিফাত মোর্শেদ, নিউরোলজিষ্ট আহসান মোঃ হাফিজ, মোঃ জাহাঙ্গির কবির ও মহিউদ্দিন ভুইয়া প্রমুখ।