কুলাউড়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৮:৫৪:৪৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক ছাত্রলীগ নেতা এম এস জামান ওরফে কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম আপছার। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে লংলা আধুনিক ডিগ্রি কলেজের সামনে থেকে কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি জামানকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও বলেন, জামানের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।