ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে দ্রুত নির্বাচনের বিকল্প নেই : মিজান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ৯:২৮:৩৫ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ছাত্র-জনতার গণআন্দোলনে পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। হাজার হাজার ছাত্র-জনতাকে গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিস্টদের দেশে রাজনীতি করার অধিকার নেই। গণহত্যার দায়ে তাদের বিচার নিশ্চিত করতে অর্ন্তর্বতী সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংস্কারের নামে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি না করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদী শাসনে বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি-যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ছাতক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস শহিদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত, ছাতক পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, পৌর বিএনপি নেতা কবিরুল ইসলাম আজ্ঞুর, জসিম উদ্দিন সালমান,সমসু মিয়া, সাবেক কাউন্সিলর সালেক মিয়া, নিজাম উদ্দিন, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, ফয়সল আহমদ সুমন, উসমান আলী, ছাতক পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাশ, এডভোকেট রাহি তালুকদার, পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আয়েস মিয়া, উপজেলা সদস্য ওলিউর রহমান আলেক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য আমির আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, শাহ কামাল ও আলা উদ্দিন প্রমূখ।
কর্মীসভায় পৌরসভা ও ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি