বড়লেখায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৬:১৭:২৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী লন্ডন সাউথ কেস্টেভেন ডিষ্ট্রিক্ট কাউন্সিলর হাবিবুর রহমানের অর্থায়নে শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহার স্বরূপ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নিসচা আইন সম্পাদক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের যৌথ সঞ্চালনায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সদর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন নিসচা উপদেষ্টা আমেরিকা প্রবাসী মুক্তাদির হোসেন মিছবাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, হলদিরপার জামেয়া কোরানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাছিত, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ আলী, এস.আই নিউটন দত্ত, নিসচা পৃষ্টপোষক প্রভাষক তারেক আহমদ, দক্ষিণভাগ ইসলামিক সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান শাহীন, নিসচা’র সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, ব্যবসায়ী আব্দুস সামাদ, কবি শহীদ-উল ইসলাম প্রিন্স, এটিএস আই বিল্লাল হোসেন, এহসান আহমদ প্রমুখ।