সাম্প্রদায়িকতার নামে জাতিকে আর বিভ্রান্ত করা যাবেনা : মুহাম্মদ ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৬:৩৪:১১ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তি ও সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে জাতির মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল। তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইতিহাসকে একটি পরিবার ও দলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা অংশ নিয়েছে, জীবন দিয়েছে। দেশে বর্তমানে পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসররা ছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ। মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ শক্তি ও সাম্প্রদায়িকতার নামে জাতিকে আর বিভ্রান্ত করা যাবেনা।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে আমাদের যুব সমাজ ক্রমশই নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের ভয়াবহতা ও নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। শুধু তাই নয়, খেলাধুলা যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে সামর্থ অনুযায়ী পৃষ্ঠপোষকতা দেয়া সচেতন নাগরিকের কর্তব্য। যুবসমাজকে নৈতিকতাসম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে।
তিনি শুক্রবার রাতে নগরীর জেলরোড এলাকায় সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব থানার ১৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর কোতয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার। ১৬নং ওয়ার্ডে সহকারী সেক্রেটারী তামিম আহমদ খানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াত নেতা আব্দুস শহিদ জোয়ারদার, ১৬নং ওয়ার্ড সভাপতি মো: জাহাঙ্গীর আলম, সেক্রেটারী আক্তারুজ্জামান বাবলু, ইউনিট সভাপতি মো: শামীম খান ও জামায়াত নেতা মাসুক আহমদ চৌধুরী ও আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।