রাজনগরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত-১, আহত ২০
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:৫৫:৫০ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে খান বংশ ও সৈয়দ বংশের মাঝে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে মিছরাফ খান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ আব্দুল হাকিম (বায়েছ) ও তার ভাইদের সাথে মহরম খানের ছেলে মিছরাফ খানের (৪৫) ভাইদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার এনিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও মধ্যস্থতাকারীর অনুপস্থিতিতে তা হয়নি। গত ৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর বিকার ৪টায় বিরোধপূর্ণ জমির ডুবায় মাছ ধরতে যান সৈয়দ জুয়েল আলী ও তার লোকজন। সালিশ বৈঠকে যেহেতু সমাধান হবে তাই মাছ না ধরার জন্য আপত্তি জানান খান বংশের লোক নূরুল আমিন খান। কিন্তু সৈয়দ বংশের লোকজন আপত্তি না মেনে মাছ ধরতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে বাক বিত-ার এক পর্যায়ে দুই বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের লোকজন, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই সৈয়দ মহরম খানের ছেলে মিছরাফ খান (৪৫) প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন। প্রায় ২ ঘন্টা ব্যাপী সংঘর্ষের সময় উভয়পক্ষকে থামাতে আশপাশের লোকজন এসে তাদের শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। নিহত মিছরার খানের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত পরবর্তী শনিবার সন্ধ্যায় জানাজা শেষে দাফন করা হয়েছে। আটককৃতরা হলো সৈয়দ জাহাঙ্গীর আলী, সৈয়দ মনসুর আলী, সৈয়দ লিয়াকত আলী, সৈয়দ আবদার আলী।
এ ব্যাপারে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) এমদাদুল হক বলেন, সৈয়দ বংশ ও খান বংশ একে অপরের আত্মীয়। বিরোধপূর্ণ জলাশয়ে মাছ ধরতে গিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনার স্থলে মিছরাফ খান নামে একজন নিহত হয়েছে। এবারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ আটককৃত ৪ জনকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করেছে।