জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৯:০৮:০০ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে “স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর” নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক সাংবাদিক ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বেলালুর রহমান, জুবের উদ্দিন, জুবায়েল আহমদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্টুডেন্টস্ কেয়ার জগন্নাথপুর এর সহ-সভাপতি হিমেল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আতিকুর রহমান, সদস্য শফিনুর আলী, মুকিদ আলী, সিপন আহমদ, সোয়েব মিয়া প্রমূখ। পরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।