জনগণের সাথে বিএনপি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৭:০৬:৫৭ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনরোষের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পতিত স্বৈরাচার দেশের গণতান্ত্রিক ধারা ও ভোটাধিকারকে বাধাগ্রস্ত করতে চায়, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করতে চায়। সর্বস্তরের জনগণের সাথে বিএনপি সকল ষড়যন্ত্রকে প্রতিহত করবে। ভোটাধিকার ফিরে পাওয়ার পূর্ব পর্যন্ত বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার বিকেল ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের ফেরীঘাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল অপশক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করতে হবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইফতার উদ্দিন পেদল প্রমূখ।