সুনামগঞ্জে লেগুনা চাপায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৭:০৮:২৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে লেগুনা চাপায় এক যুবক নিহত হয়েছে। রোববার বেলা ১টার দিকে সদর উপজেলার কাঠইর ইউনিয়নের হুসননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের চাঁনপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আলমগীর (২৭)।
স্থানীয়রা জানান, আলমগীর হুসেন নিজ গ্রাম থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য মোটরসাইকেল যোগে রওনা হন। অপরদিকে একটি লেগুনা দিরাই রাস্তা হয়ে জামালগঞ্জের দিকে আসতে থাকে। লেগুনা গাড়িটি হুসননগর এলাকায় আসলে মোটরসাইকেলকে চাপা দেয়। লেগুনার চাপায় মোটরসাইকেল আরোহী আলমগীর ছিটকে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা আলমগীরকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই আবুল কাশেম জানান, লেগুনার চাপায় আলমগীর মারা গেছেন। আমরা আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে যাচ্ছি। ওসি নাজমুল হক জানান, এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।