বৃটিশ হাইকমিশনারের সাথে বিএনপি ও জামায়াতের বৈঠক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৯:০৪:১৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার মিস সারাহ কুকের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এর আগে বৃটিশ হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল।
রোববার জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিস সারাহ কুকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জানা গেছে, কয়েক দিন আগেই বৃটিশ পার্লামেন্ট-এর এক সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃটিশ পার্লামেন্ট-এর ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।
সাক্ষাৎকারটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে এর আগে, রোববার বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের বাসায় যান বিএনপির প্রতিনিধি দল। কুকের আমন্ত্রণের মধ্যাহ্ন ভোজে বিএনপির প্রতিনিধিদল অংশ নেয়।
ঐ প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নী ও ঢাকা জেলার সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।