কালিঘাটে মশলা কারাখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২৪, ৯:১৪:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কালিঘাটে মশলা কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে কালিঘাট বাজারের গুড়া মশলা তৈরির মিলগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি কারখানাকে ২ লাখ জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন- সিলেট জেলার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মোঃ হুমায়ুন কবির, নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন। এছাড়া অভিযানে জেলা প্রশাসন, কৃষি বিপণন অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানে ২টি কারখানায় কাচামিয়া গুড়া মশলার মিল ও সেলিম গুড়া মশলার মিল-এ ভেজাল রং পাওয়ায় কৃষি বিপণন আইন এর ১৯ (১) এর (ছ) ধারায় ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আরো ৭টি প্রতিষ্ঠান থেকে গুড়া মশলার সেম্পল সংগ্রহ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিলেটের কাছে দেয়া হয়েছে। সংগ্রহকৃত সেম্পলে কোন প্রকার ক্ষতিকর জিনিস পাওয়া গেলে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় ব্যাবসায়ীদের মাঝে কৃষি বিপণন আইনের লিফলেট বিতরণ করা হয় এবং গুড়া মশলায় ভেজাল রং মিশানো থেকে সতর্ক করা হয়।