২১তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৪:০১:৫১ অপরাহ্ন
গত ৮ ডিসেম্বর ২০২৪ ড. মোহাম্মদ আমজাদ হোসেন, যুগ্মসচিব, বিদ্যুৎ বিভাগকে সভাপতি এবং মো. আব্দুস সোবহান, বিভাগীয় এস্টেট অফিসার, বাংলাদেশ রেলওয়ে, ঢাকাকে সাধারণ সম্পাদক করে ২১তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৫-২৬ মেয়াদে একুশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিজ্ দিলারা বেগম, যুগ্মসচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মোঃ আব্দুল্লাহ হাক্কানী, যুগ্মসচিব, জননিরাপত্তা বিভাগ ও মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশন।
সহ-সাধারণ সম্পাদক পদে এ কে এম শওকত আলম মজুমদার, যুগ্মসচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও এ.টি.এম. মাহবুব-উল-করিম, যুগ্মসচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সাংগঠনিক সম্পাদক পদে মো: আশরাফুজ্জামান, পরিচালক (যুগ্মসচিব), বিএডিসি, কৃষি মন্ত্রণালয় ও মিজ ফারহানা হায়াত, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।কোষাধ্যক্ষ পদে মো: মেহেদী-উল-সহিদ, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ রাজিবুল ইসলাম, যুগ্মসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। প্রকাশনা সম্পাদক মোঃ তৌফিক আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, যুগ্মসচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।এছাড়া নির্বাহী সদস্য পদে মোঃ লিয়াকত আলী, উপ-প্রকল্প পরিচালক, কিশোর-কিশোর ক্লাব স্থাপন প্রকল্প, মিজ লুৎফুন নাহার, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ, ডি এম আতিকুর রহমান, যুগ্মসচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মাহমুদুর রহমান, যুগ্মসচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আব্দুল কাদের শেখ, পরিচালক (যুগ্মসচিব), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, আব্দুর রউফ তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগ, কংকন চাক্মা, যুগ্মসচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও মো: মাহফুজার রহমান, পরিচালক (যুগ্মসচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি