বড়লেখায় ৩ সফল নারীকে সম্মাননা
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৩১:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে নানা প্রতিকুলতা সত্ত্বেও সফলতা অর্জনকারি ৩ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে উপজেলা সেমিনারকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও তাহমিনা আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, জয়িতা সুমনা আক্তার সিমা, জুবেদা বেগম, আমিনা বেগম ডলি, উপজেলা তথ্যসেবা সহকারি (তথ্য আপা) চৈতী সূত্রধর, কিশোর লিডার রেদওয়ান আহমদ, কিশোরী লিডার খালেদা আক্তার প্রমুখ।