শান্তিগঞ্জে আত-তাক্বওয়া যুব সমাজের তাফসীর মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৫:৪২:৪০ অপরাহ্ন
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, কুরআনই শান্তি, স্বস্তি ও নিরাপত্তার গ্যারান্টি। আল্লাহ তা’য়ালা প্রেরিত উপদেশ- অন্তরের অসুস্থতা দূরীকরণে কার্যকর মহৌষধ। অজ্ঞতা, ভ্রান্ত বিশ্বাস, সংশয়, বক্রতা, অন্ধতা, মুনাফেকি, অহংকার, হিংসা, লোভ, গাফিলতি, ভীরুতা, দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্তি পেতে হলে কুরআনের দিকে ফিরে আসতে হবে। কুরআন হলো মু’মীনদের জন্য সঠিক পথনির্দেশনা ও আল্লাহ প্রদত্ত রহমত ও নেয়ামত।
তিনি রোববার রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আত-তাক্বওয়া ইসলামী যুব সমাজ সুলতানপুর আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
মাওলানা আকবর আলী, মাওলানা ইসকন্দর আলী ও আব্দুল লতিফের সভাপতিত্বে এবং মাওলানা জুবায়ের আহমদের পরিচালনায় মাহফিলে তাফসীর পেশ করেন আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম খান, ক্বারী শুয়াইব আহমদ আশরাফী ও মুফতি কাওছার আহমদ হাসানী।
উপস্থিত ছিলেন ও আলোচনা পেশ করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জের চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস, তরুণ দ্বা’য়ী ইলাল্লাহ মাওলানা জাহাঙ্গীর খাঁন ও ক্বারী মাহদী আল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি