বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, আধিপত্য নয় : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৭:১৩:৩৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিবেশীসহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়। ভারতের কথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সব মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ১৭ বছরের শাসনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছে। যার জন্য ভারতের বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় মেনে নিতে কষ্ট হচ্ছে। বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লক্ষ লক্ষ শহীদের রক্তে কেনা, কারো দয়ার দান নয়। বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তন জনগণের ইচ্ছায়, অন্য কোনো দেশের ইচ্ছায় হবে না।
তিনি সোমবার সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সোনাতলা বাজারে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও ফয়সাল আহমদ, আব্দুল আহাদ রানা, সিদ্দিকুর রহমান রুহেল এবং আশিকুর রহমান আশিকের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহজামাল নুরুল হুদা, এ কে এম তারেক কালাম, শহীদ আহমদ চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, রফিকুল ইসলাম, জৈয়ন উদ্দিন, ওয়ারিছ আলী, সিরাজ মিয়া।
জনসভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রব কাঞ্চন, ইন্তাজ আলী, শ্রমিক নেতা ফরিদ আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, সদর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শফিক আলী, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইনুল হক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রহমান আমিন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জামাল আহমদ, আলিউর রহমান আলী, তারেক আহমদ, সদর ছাত্রদলের যুগ্ম আহবায়ক দিলওয়ার হোসেন সায়েম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তারেক মনোয়ার, জেলা ছাত্রদল নেতা সানি আহমদ, জাবেদ আহমদ, যুবদল নেতা নুর আহমদ, আব্দুর রকিব, দুলাল আহমদ, আলা উদ্দিন আলাই, মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি