শহীদ আলমাছের শাহাদাত বার্ষিকীতে সভা
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৭:৫২:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১২০ তম শহীদ মুহাম্মদ আলমাছ মিয়ার ২১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
সোমবার বিকেলে স্থানীয় কার্যালয়ে ছাত্রশিবিরের মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজীজের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী দাইয়ান আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা হারুনুর রশিদ। এসময় সাবেক জেলা আমীর আব্দুল মান্নান বলেন, শাহাদাত ছাত্রশিবিরের নেতাকর্মীদের সর্বদা টানে। এ পথে চলার প্রতিটি মুহূর্তে তারা স্বপ্ন দেখে শহীদ হওয়ার। যেমনটি আমরা পাই আমাদের শহীদ আলমাছ ভাইদের কাছ থেকে। ওইদিন তিনি শাহাদাতের শপথ নিয়েই কলেজে গিয়েছিলেন। আল্লাহ উনাকে কবুল করে নিলেন।
উল্লেখ্য, শহীদ মুহাম্মদ আলমাছ মিয়া মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষের ছাত্র ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সাংগঠনিক দায়িত্ব পালন করেছিলেন। ২০০৩ সালের ৯ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি কলেজ মসজিদে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের গুলির আঘাতে শাহাদাত বরণ করেন।