বেগম রোকেয়া দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৮:০৫:১৩ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃত। তাকে অনুসরণ করেই সমাজে নারীরা সম্মানজনক স্থানে এগিয়ে রয়েছেন। নারীর অধিকার সম্বন্ধে সচেতন হতে হলে শিক্ষার প্রয়োজন। কোনভাবে তাদের নির্যাতন করা যাবে না।
গোয়াইনঘাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তৌহিদুল ইসলাম এ কথা বলেন। সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে। দুপুরে ইউএনও এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২ টায় কনফারেন্স রুমে তথ্যআপা সাফিয়া আক্তারের সভাপতিত্বে দুপ্রক সচিব আব্দুল মালিকের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ রায়হান পারভেজ রনী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি সভাপতি মাহবুব আলম, দুপ্রক সভাপতি ইউছুফ কামাল। পরে অতিথিবৃন্দ উপজেলার সফল জননী রেহানা খাতুনকে সম্মানা ক্রেস্ট, সনদ, উত্তরীয় ও দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করেন।