র্যাবের হাতে ধর্ষণ মামলার আসামী আটক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২৪, ৮:৫৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরী থেকে ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৯। রোববার রাতে কোতোয়ালী থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম ফরহাদ (৩৫)। সে গোয়াইনঘাট থানার পূর্ননগর উত্তর এলাকার দুদু মিয়ার ছেলে। সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মো. মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, গোয়াইনঘাট থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক আসামী হিসেবে রোববার তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।