নাফ নদ সীমান্তে নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৩১:৪৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: নাফ নদের আরাকান জলসীমায় বাংলাদেশি জেলেসহ সব নৌযান চলাচলকারীদের না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জল-স্থলপথে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট ও বিজিবি সদস্যরা। আরাকান আর্মি মিয়ানমারের মংডু শহর দখলে নেওয়ার ঘোষণার পর থেকেই নাফ নদে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তে বসবাসকারীরা জানান, গত কয়েকদিন ধরে রাখাইনের মংডুতে সংঘর্ষের তীব্রতা ব্যাপক হারে বেড়েছে। গোলার শব্দে আতঙ্কে রয়েছে টেকনাফ সীমান্তের বসবাসকারীরা। রাখাইনে অধিকাংশ জায়গা আরকান আর্মির দখলে ছিল। তবে মংডু শহরের কিছু অংশ জান্তা সরকারে নিয়ন্ত্রণে ছিল। সেটির কারণে যুদ্ধ চলছিল দুই পক্ষের মধ্যে। ইতোমধ্যে সেটিও আরকান আর্মি দখলে নিয়েছে।
টেকনাফ ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কালাম বলেন, ‘মংডু শহরও এখন আরাকান আর্মি দখলে নিয়েছে বলে শুনেছি। এছাড়া জেলেদের ওপার সীমান্তে না যাওয়ার জন্য বলা হচ্ছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘বাংলাদেশি জেলেসহ সব নৌযান চলাচলকারীদের সেদিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। গত কয়েক মাস ধরে সীমান্ত এলাকায় মিয়ানমার জান্তা বাহিনীর সঙ্গে আরকান আর্মির যুদ্ধ চলছে।’
ইউএনও বলেন, ‘আরাকান আর্মি মন্ডু শহর এলাকায় সেদেশের সীমান্ত পুরোপুরি দখলে নিয়ে সেদেশের জলসীমানায় নাফনদে সব নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়। তাই আমরাও টেকনাফের ফিশিং ট্রলার মালিকদের অবগত করেছি। নাফ নদ সীমান্ত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সেখানে কোনও ট্রলার না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।’
টেকনাফ-২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘রাখাইনে রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তে ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং রোহিঙ্গা অনুপ্রবেশ ও নিরাপত্তায় নাফ নদ ও স্থলে বিজিবির সদস্যরা সতর্ক রয়েছে। এছাড়া সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।’
বাংলাদেশ কোস্ট গার্ডের চট্টগ্রাম মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সোয়াইব বিকাশ বলেন, ‘বাংলাদেশ জলসীমানায় অবৈধভাবে কাউকে ঢুকতে দেওয়া হবে না। জালিয়ার দ্বীপ থেকে সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত আমাদের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি জেলেদের জলসীমানা অতিক্রম না করতে বলা হচ্ছে।’