সরকারি-বেসরকারি হাইস্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৬:৫৫:৩৮ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: সরকারি-বেসরকারি হাইস্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। ঐ দিন সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ডিজিটাল লটারি লটারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভর্তি আবেদন শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। এর আগে এ লটারির তারিখ নির্ধারণ করা হয়েছিলো ১২ ডিসেম্বর। টেলিটকের অনুরোধে ও নানা জটিলতায় তা পেছাতে হয়েছে। সোমবার নতুন তারিখে লটারি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে।