কুয়ারপাড়ে সন্ধ্যা রাতে বিএনপি নেতার বাসায় চুরি
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:১৫:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় সন্ধ্যা রাতে এক বিএনপি নেতার বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন মিয়ার কুয়ারপাড়স্থ ইঙ্গুলাল রোড ৫২/২ নাম্বার বাসায় এই চুরির ঘটনা ঘটে। স্বর্ণালংকার নগদ টাকা ও প্রাইজবন্ডসহ ৪/৫ লক্ষ টাকার মালামাল নিয়ে চোর চক্র। খবর পেয়ে কোতোয়ালী থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন ও থানায় সাধারণ ডায়রি করার পরামর্শ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা মোঃ সালাউদ্দিন মিয়ার পরিবার এক জায়গায় বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারা সন্ধ্যার পর বাসায় গিয়ে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। বাসার আলমারিসহ সকল আসবাবপত্র তছনছ করা। খবর পেয়ে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।