ফেইসবুকে অপপ্রচার সুনামগঞ্জে মামলা
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৭:১৬:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করার সুনামগঞ্জে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছাতক জোনের আমলগ্রহণকারী আদালতে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মামলাটি দায়ের করেন ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল আহমদ। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১০ ফেব্রুয়ারী তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই সিলেটকে নির্দেশ দেন।
মামলার আসামীরা হলেন- ১। সিলেট জেলার জালালাবাদ থানার লামাগাও গ্রামের মো. শাহ আলমের পুত্র মো. আব্দুল হামিদ শিমুল (৩৩), ২। বিয়ানীবাজার থানার খশির বন্দ গ্রামের মো. মজম্মিল আলীর পুত্র মো. অহিদুল ইসলাম (৪৪), ৩। জালালাবাদ থানার তালুকদারপাড়ার ফারুকুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম নোবেল (২৩), ৪। সুনামগঞ্জের ছাতক থানার কপলা গ্রামের মোহাম্মদ আছন আলীর পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২৬), ৫। একই উপজেলার তকিপুর গ্রামের মো. সাজুল ইসলামের পুত্র মোঃ আতাউর রহমান (৩৬) ও ৬। নয়া রাজারগাঁও গ্রামের মোঃ রহমত উল্লার পুত্র মোঃ নাজিম উদ্দিন (৪৮)।
মামলা সূত্রে জানা যায়, আসামীগণ কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অন্তর্র্বতী সরকার ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে আসছে। এর প্রতিবাদ জানালে আসামীগণ উল্টো প্রাণনাশের হুমকী দিতে থাকে। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দেন।