রাজনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বুধবার
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২৪, ৮:১৪:৩৯ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। বাংলাদেশ ও আরব বিশ্বের কয়েকটি দেশের ক্বারীদের নিয়ে ১১ ডিসেম্বর বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার দুপুরে রাজনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ক্বিরাত সম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় করেছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামিযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন আল ইসলাহের টেংরা ইউনিয়নের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ।। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা মাসব্যাপী আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন সফল করতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাথে মতবিনিময় করেছি। আমাদের এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের ক্বারীদের নিয়ে এই প্রথম রাজনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় জানানো হয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তেলাওয়াত করবেন- মিশর থেকে শাইখ ইয়াসির শারক্বাউঈ, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, ইরান থেকে ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহযাউঈ, বাংলাদেশের ক্বারী সাইফুল ইসলাম ও হাফিজ ক্বারী মুজাম্মিল আহমদ।
কিরাত সম্মেলন সফল করার জন্য মতবিনিময় সভায় রাজনগর উপজেলাসহ সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা তালামিযের সভাপতি আলী হোসাইন মিতুল, উপজেলা তালামিযের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ, টেংরা ইউনিয়ন তালামিযের সভাপতি রাহেল আহমদ প্রমুখ।