ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৬:১৪:১২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মাহবুব হাসান পংকি (৩৫) নামের একজন নিহত ও ১ জন আহত হয়েছেন। নিহতের পিতার নাম রমজান আলী। তার বাড়ি উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামে। অপর আহতের নাম রাফি (১৩)। সে নিহত পংকির ছেলে। মঙ্গলবার সন্ধ্যার উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব হাসান পংকি তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে গোয়ালাবাজার যাওয়ার পথে ব্রাহ্মণগ্রাম নামক স্থানে সিলেটগামী একটি এম্বুলেন্স ধাক্কা দিলে তিনি রাস্তায় সটকে পড়েন। এরপর তাকে সিলেট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। আহত রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।