গোয়াইনঘাটে পেশাজীবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:২৬:২৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাট উপজেলা পেশাজীবি পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৭ ডিসেম্বর পরিষদ বাস্তবায়ন কমিটির সভায় এই কমিটি গঠিত হয়। বেলা ৩টায় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে মাস্টার আবুল হাসেমের সভাপতিত্বে ও ফয়সল আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রউফ, হানিফ উদ্দিন, সামছুজ্জামান, বিলাল, রুহুল, কালাম, আব্দুল্লাহসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে নাসির উদ্দিনকে আহ্বায়ক, আবুল হাসেন ও মোঃ আব্দুল্লাহকে যুগ্ম আহ্বায়ক, বিলাল ঊদ্দিনকে সদস্যসচিব করে মোট ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।