সুনামগঞ্জে পাবলিক লাইব্রেরি নির্বাচনে ১৩ পদে ২২ জনের মনোনয়ন দাখিল
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:২৭:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৩ পদে ২২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনারের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। লাইব্রেরির কার্যনির্বাহী কমিটির ১৫ টি পদের মধ্যে ১৩ টি পদে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি হিসেবে পদাধিকার বলে রয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও সিনিয়র সহসভাপতি সুনামগঞ্জ পৌরসভার মেয়র। এই দুইটি পদ বাদে বাকি ১৩ টিতে ভোট হয়।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। নির্বাচনে ১৩ টি পদের মধ্যে নির্বাচন কমিশনারের কাছে সহসভাপতির অন্য দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন ও মোহাম্মদ আবুল হোসেন।
সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আইনজীবী খলিল রহমান। সহসাধারণ সম্পাদকের দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাডভোকেট এ আর জুয়েল ও মো. আমিনুল হক। কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহবুবুল হাছান শাহীন। সদস্য পদের সাতটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কাউসার আহমদ, অ্যাডভোকেট এনাম আহমদ, মো. উবায়দুর রহমান, মো. শাহীনুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, প্রদীপ কুমার পাল, আলমগীর আহমদ তালুকদার, রিংকু চৌধুরী, সুহেল আলম, মোহাম্মদ সুবাস উদ্দিন, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, অ্যাডভোকেট ফজলুল হক।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ২৬ ডিসেম্বর। এবার লাইব্রেরির দাতা ও আজীবন সদস্য হিসেবে ভোটার আছেন ৭৪৮ জন।