বড়লেখায় বিএনপির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:৩৪:৫৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌরমেয়র ফয়জুল করিম ময়ূন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা যারা বিএনপি করি, আমরা দলের স্বার্থে বিভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসতে। এক সাথে দলের জন্য কাজ করতে। দলকে তৃণমূল থেকে ঢেলে সাজিয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি করতে। গ্রাম থেকে শহরে দলকে সুসংগঠিত করে শক্তিশালী দলে পরিণত করতে।
মঙ্গলবার বিকেল পাঁচটায় বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির ১৭ ডিসেম্বেরের কর্মীসভা সফলের লক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকশি জুবায়ের আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কানাডা বিএনপি’র সভাপতি ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান, মোশারফ হোসেন বাদশা, আব্দুল মুকিত, আশিক মোশারফ, নাসির উদ্দিন মিঠু, মতিন বকস, মুহিতুর রহমান হেলাল, আব্দুল হাফিজ ও আনিসুজ্জামান বায়েস, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।