জেলা জামায়াতের কর্মী সম্মেলন কাল
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৪, ৭:০০:০২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আগামীকাল ১৩ ডিসেম্বর সকাল ১০ টায় সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে কর্মী সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রবীন জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম।
সম্মেলন উপলক্ষে সিলেট আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে মাঠজুড়ে বিশাল প্যান্ডেল। সম্মেলন ঘিরে বিরাজ করছে উপজেলা পর্যায়ে ব্যতিক্রমী আমেজ। নানা আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতা-কর্মীরা।
সম্মেলন সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন। বিজ্ঞপ্তি