শাবিতে ৩ দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৪, ৮:৩৮:৩১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা অতিরিক্ত ভর্তি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমানো এবং পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রসায়ন বিভাগের আসাদুল্লাহ আল গালিব, সমাজবিজ্ঞান বিভাগের ফয়সাল হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের মাহবুবুল হাসান পবন, হাফিজুল ইসলাম এবং মোহাম্মদ আলী সুমন প্রমুখ। মানববন্ধনে শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- যৌক্তিকভাবে ভর্তি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমিয়ে শিক্ষার্থীদের নাগালের মধ্যে আনা; পোষ্য কোটাসহ সব ধরনের অযৌক্তিক কোটা বাতিল; আগামী দুই সেমিস্টার চার মাস করে শেষ করা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেন। তারা জানান, আগামী রোববারের মধ্যে দাবি মেনে না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।